সকালে বাইক চালিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন। পেছন থেকে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল যুবকের। রাজগঞ্জের বন্ধুনগর এলাকার ঘটনা। সোমবার সকালের ঘটনায় চাঞ্চল্য।
২৮ বর্ষীয় যুবক পঙ্কজ বর্মন একটি বেসরকারি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতেন। এদিন সকালে মাথাভাঙ্গা নিজের বাড়ি থেকে শিলিগুড়িতে অফিসে যাচ্ছিলেন। জাতীয় সড়কে বন্ধুনগর সংলগ্ন এলাকায় একটি ডাম্পার পেছন থেকে সজোরে বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
এদিকে বাইকে ধাক্কা মেরে ডাম্পারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা পেছনে ধাওয়া করে ডাম্পারটিকে আটক করে। ঘাতক গাড়ির চালক পালাতে সক্ষম হয়। এই ঘটনার পরই ক্ষোভ স্থানীয়দের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

