পুরো এপিসোড না দেখে আসল গল্প না বুঝে ২০ সেকেন্ডের প্রোমো দেখেই নিন্দে হয়েছিল সামাজিক মাধ্যমে। মিমের শিকার হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছিল, টিআরপি বাড়ানোর পাথেয় হিসেবে গরীব মানুষদের ব্যবহার করার। পরে আসল ঘটনা প্রকাশ পেতেই জবাব পেল নেটাগরিকদের একাংশ।
‘দিদি নম্বর ১’ শোয়ে সুন্দরবনের জ্যোৎস্না শিল এবং তাঁর স্বামীর জীবনে ঘটে যাওয়া বাঘের হামলার গল্প বলতে দেখানো হয়েছে। প্রোমো প্রকাশের পর ফেসবুকের একটি পেজ থেকে শেয়ার করা ভিডিওতে দাবি করা হয়েছে, চ্যানেল কর্তৃপক্ষ মিথ্যে ঘটনা সাজিয়ে মানুষকে বেকুব বানাতে চাইছে। আসলে জনপ্রিয় অনুষ্ঠানে সুন্দরবনের ওই দম্পতিকে তাদের জীবনে ঘটনা যাওয়া দুর্ঘটনার কথা শেয়ার করতে বলা হয়েছে দেখা যায়। সেখানে জ্যোৎস্না শিল নামের এক মহিলা বাঘের হামলার ঘটনা বলছেন। অনুষ্ঠানের প্রমো দেখে অনেকে ভেবে বসেন, এই গল্পে জল মেশানো আছে। কারণ বাঘের গল্পে একটি দৃশ্যে জ্যোৎস্নার স্বামীর অসাড় হাত বেরিয়ে থাকতে দেখা যায়। গতকাল গোটা দিন ধরে ফেসবুকে মিম ভিডিও শেয়ার করেন অনেকেই।
সুন্দরবনের মানুষদের প্রতিনিয়ত বাঘ-কুমিরের সঙ্গে লড়াই করতে তা কমবেশি সকলেই জানেন। সেরকমই এক পরিবার এসেছিল জি বাংলার এই অনুষ্ঠানে। জ্যোৎস্না শী সেখানে বলছেন, জামাইকে বাঘে নিয়ে গিয়েছে কিছু বছর আগে। তারপর থেকে মেয়ে ও ৬ মাসের নাতনি তাঁদের ঘরেই। পেটের জ্বালায় ফের তাঁরা বের হন মাছ-কাঁকড়া ধরতে। আর তখনই তাঁর বরের ওপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে বাঘ। কিন্তু ভুল গল্প বলে ‘মুনাফাখোরী চক্রান্ত’ করছে চ্যানেল, সেই অভিযোগে মানুষ ভুল বুঝে চ্যানেলের নিন্দে করেন সামাজিক মাধ্যমে। পরে আসল ভিডিও দেখে ভুল বুঝতে পেরেছেন মানুষ। এরপরই ওই দম্পতির জন্য সহানুভূতি তৈরি হয়েছে। প্রকাশ করছেন নেটমাধ্যমে। চ্যানেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন সবাই।