৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে সব জেলায়। স্পষ্ট করে জানিয়ে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর উপরেও শেষ পর্যন্ত ভরসা রাখল হাইকোর্ট। এর পাশাপাশি আদালত আরও জানিয়ে দিয়েছে, ভোটের কাজে যুক্ত সকলকে সরকারি আইকার্ড সঙ্গে রাখতে হবে। চাওয়া মাত্রই তা দেখাতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য, এদিন সকালে হাইকোর্টে মামলার শুরুতেই রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, তারা এখনও পরিস্থিতির মূল্যায়ন করেনি। সে কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বিচারপতি বলেছিলেন, ‘তাহলে কি গোটা রাজ্যকে স্পর্শকাতর বলে ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব? সেটা ভাল হবে?’ তারপর বিকেলেও দীর্ঘক্ষণ মামলার শুনানি হয়।
শেষ পর্যন্ত সন্ধেয় মামলার রায় জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার আর আলাদা করে কোনও স্পর্শকাতর জেলা নয়, প্রত্যেক জেলার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যেক জেলায় কেন্দ্রীয় বাহিনীকে মাঠে নামাতে হবে বলে জানিয়ে দিল আদালত।