ভোট গণনার আগেই বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গে

রাত পোহালেই নির্বাচনের ফল্প্রকাশ। ভোট গণনার আগেই পূর্বাভাস মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, টানা তিন থেকে চারদিন ধরে চলবে বৃষ্টিপাত। ৩ মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৩ ও ৪ তারিখ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে, আশঙ্কা আবহাওা দপ্তরের। বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ অনেকটাই নামবে। আগামী সপ্তাহে স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে বাংলায়। ভারতীয় মৌসম বিভাগ জানিয়েছে, এবছর স্বাভাবিক বর্ষা হবে দেশে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা স্থায়ী হয়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি বছর জুন থেকে সেপ্টেম্বরে ৯৮ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।