ফের ভাঙল রেকর্ড! ৪ লক্ষ ছাড়াল দৈনিক সংক্রমণ, মৃত ৩৫২৩

করোনা সংক্রমণে ভাঙল আগের সব রেকর্ড! ৪ লক্ষ পেরোল দৈনিক সংক্রমণ। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১ হাজার ৯৯৩। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৮৮ জন। সক্রিয় করোনা রোগী রয়েছেন ৯৮ হাজার ৪৮২ জন।

এদিনের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯। মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৪০৬ জন। সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০ জন।

এদিকে, পশ্চিমবঙ্গ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৩৬৬। মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৪৪ জনের। সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৩ হাজার ৩৯৮ জন। রাজ্যে সক্রিয় করোনা সক্রামিত রোগীর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৬২৪।

দেশে সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ লক্ষ ২ হাজার ৪৭২। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৮১৩ জনের। সুস্থ হয়েছেন ৩৮ লক্ষ ৬৮ হাজার ৯৭৬ জন। সক্রিয় করোনা  আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬৪ হাজার ৬৮৩।

 

About The Author