তিস্তায় বাড়ল জল! হলুদ সঙ্কেত জারি করল সেচ দপ্তর

সমতলে সেই অর্থে বৃষ্টি নেই। গত চব্বিশঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ৪.৬০ মিলিমিটার। তবে সিকিম পাহাড়ে লাগাতের বৃষ্টির জেরে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলস্তর বাড়ল তিস্তার। সকালে ব্যারেজ থেকে ২৯৭৭ কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তা নদীতে। যার জেরে দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করলো সেচ দফতর। এদিকে আগামী চব্বিশঘণ্টায় জলপাইগুড়ি সহ তিস্তা ও জলঢাকা নদী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সেচ দফতর। এতে নদীর জল স্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

About The Author