IPL2025 Virat Kohli: ‘ঝুমে জো পাঠান’, বাদশাহ-র গানে পা মেলালেন কিং কোহলি!

আইপিএল-র উদ্বোধনী ম্যাচে বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে তাল মেলালেন কিং কোহলি।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে‌ উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। বলিউড তারকরা ছিলেন। সেখানে শাহরুখ খান পাঠান সিনেমার গানে কিং কোহলিকে তাল মেলাতে বলেন। নায়কের সঙ্গে মঞ্চে নাচ করতে দেখা যায় কিং কোহলিকেও।

About The Author