জলপাইগুড়ি: সিভিক ভলান্টিয়ারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল সকালে। বিকেলের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হল। অভিযুক্তকে সিভিককে দায়িত্ব থেকে সরানোর পাশাপাশি, ওই ট্রাফিক পয়েন্টের দায়িত্বে থাকা এএসআইকেও পুলিশ লাইনে ক্লোজ করল জলপাইগুড়ি জেলা পুলিশ।
জানা গিয়েছে, শনিবার সকাল থেকে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় ট্রাফিক পয়েন্টের একটি দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় কানু রায় নামে ট্রাফিক পুলিশে কর্তব্যরত ওই সিভিক ভলেন্টিয়ার এক বাইকআরোহীর কাছ থেকে তিন হাজার টাকা ‘ঘুষ’ নিচ্ছেন।
শুধু তাই নয়, একশো টাকার নোটগুলি ট্রাফিক পয়েন্টের কিয়স্কের ভেতর গুণেও দেখছেন ওই অভিযুক্ত। ওই ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়। প্রশাসনিক মহলে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে দেরি করেনি জলপাইগুড়ি জেলা পুলিশ। বিকেলের মধ্যে নির্দেশ দেওয়া হয়, ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার কানু রায়কে অব্যাহতি দেওয়া হয়েছে।

