দেহে সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লিঃ গত ২ অগাস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে গত শুক্রবার- ১৪ অগাস্ট তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। নিজেই টুইট করে জানান তিনি। এরপর বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার সময় তাঁর বুকে সংক্রমণের হদিস পান চিকিৎসকরা। সেই মুহূর্তেই তাঁকে এইমস -এ ভর্তি করা হয়। সেখানেই তাঁকে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হবে বলে এইমস সুত্রে জানা গিয়েছে।

এইমস এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ৩-৪ দিন ধরে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেহে ব্যাথা এবং ক্লান্তিজনিত সমস্যা রয়েছে। পোস্ট কোভিড কেয়ারের জন্য তাঁকে ভর্তি করানো হয়েছে।’

সাম্প্রতিক গবেষণা অনুযায়ী কোভিড মুক্ত  হওয়ার পর রোগীর শরীরে একটি প্রভাব ও দুর্বলতা থেকে যায়। তবে পোস্ট কোভিড কেয়ারে অনেকটাই আরামে আছেন মন্ত্রী। তিনি সেখান থেকে কাজও করছেন বলে জানান এইমস এর চিকিৎসকরা।