ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ভারতীয় পড়ুয়াদের হেনস্থা এবং গুলিবর্ষণের অভিযোগ উঠেছে ইউক্রেন সেনার বিরুদ্ধে। ‘যদি আপনাদের দেশের সরকার আমাদের সাহায্য না করেন, তবে আমরা ভারতীয়দের কেন সাহায্য করব?’, জাতিপুঞ্জে ইউক্রেন প্রতিনিধির মুখে এমন বক্তব্যের পরই ইউক্রেন পোল্যান্ড-সীমান্তে উত্তেজনার ছবি সামনে এসেছে। ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে যেতে বাঁধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি তাদের ওপর অত্যাচার করার অভিযোগ উঠেছে ইউক্রেন সেনার বিরুদ্ধে।
Ukrainian military tries to prevent Indian students from leaving. Ukrainian military fired in the air, beating students, & rammed cars into their midst to prevent them from crossing the border to Poland.#russia #ukraine #worldwar3 #Russia #UkraineRussiaWar pic.twitter.com/dU9CRrkTFE
— REFLECTION TV (@reflectiontv_) February 27, 2022
সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের সেনা কাউকে লাথি মারছেন, আবার কাউকে ভয় দেখাতে গুলি চালাচ্ছেন। ভিডিওতে দাবি করা হয়েছে, ভারতীয় পড়ুয়াদের ওপর শারীরিক অত্যাচার এমনকি গুলি চালিয়ে ভয় দেখানো হচ্ছে। এদিকে ইতিমধ্যেই ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত পার করে পোল্যান্ডে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষেরা। তাদের অভিযোগ পোল্যান্ড পুলিশ এবং সেনার বিরুদ্ধেই। এই মুহূর্তে ইউক্রেন সীমান্তে ৪০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ লাইন রয়েছে। ঠান্ডার মধ্যেই সেখানে প্রায় দু’দিন ধরে আটকে পড়েছেন বহু মানুষ।
Africans trying to flee Ukraine left stranded, after being denied entry trains from Ukraine and into Poland's border. An African lady in the video is holding a 2 months old under very cold weather.
The Mainstream Media will not Broadcast This. pic.twitter.com/bxDOnOIap7
— Africa Archives ™ (@Africa_Archives) February 27, 2022
রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত। এরপরই ইউক্রেনের রাষ্ট্রদুতের বিস্ফোরক বয়ান সামনে এসেছে যেখানে বলা হচ্ছে, ‘যদি আপনারা আমাদের সমর্থন না করেন, তাহলে আমরা আপনাদের সাহায্য কেন করব?’ এরপরই সীমান্তে ভারতীয় পড়ুয়াদের উপর অত্যাচারের ছবি ধরা পড়ছে বলে দাবি করা হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও এই বিষয়ে দুই দেশের শীর্ষ কর্তাদের তরফ থেকে এখনও কোনও বক্তব্য জারি করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, যুদ্ধ শুরু হতেই দেশ ছাড়ার হিড়িক পড়েছে ইউক্রেনে। সীমান্তে বেশ কয়েকদিন ধরে ঠাণ্ডার মধ্যে জল, খাবার ছাড়াই অনেক মানুষ রয়েছেন। এই মুহূর্তে সেখানেও অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে খবর।
https://twitter.com/NaseelVoici/status/1497955980629446665