Jalpaiguri: ‘গরুচোর’ সন্দেহে দুই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধর, সীমান্তে উত্তেজনা

রাজগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্তের এলাকায় ‘গরুচোর’ সন্দেহে দুই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে, মারধর গ্রামবাসিদের। তাঁদের দাবি, একজন বাংলাদেশের। আরেকজন ভারতের। এই নিয়ে রবিবার রাজগঞ্জের কুকুরযান ভাঙামালী এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হল।

স্থানীয়রা জানান, ওই দুই ব্যক্তি এলাকায় বাইক নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। এর আগে ওই এলাকায় এক গরু পাচারকারি মরেছিল। এই দুই ব্যক্তিই গরু পাচারকারী। সেই সন্দেহে ব্যক্তিদুটির পিছু নেয় গ্রামবাসীরা। পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে কথায় বিস্তর অসঙ্গতি পেতেই তাদের পিছমোড়া করে গাছের সঙ্গে বেঁধে রেখে উত্তমমধ্যম চলে। খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার করে থানায় নিয়ে যায় দুই ব্যক্তি‌কে।

এলাকার বাসিন্দাদের দাবি, এর আগে ওই এলাকায় এক গরু পাচারকারি মরেছিল। এই দুই ব্যক্তিই গরু পাচারকারী। আগেরটির সঙ্গে লিঙ্ক রয়েছে। রাম-নবমীর দিন ঢুকেছিল গ্রামে। আর তারপরই হাতেনাতে ধরেন এলাকাবাসী। গ্রামবাসীদের দাবি, ওরা আসলে গরু চুরি করবে বলেই এসেছিল।” পরে যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের কুকুরজানে। ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, “দুজনকে উদ্ধার করেছে পুলিশ। কেউ বাংলাদেশি কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।”

About The Author