জলপাইগুড়ি: জাতীয় সড়কে গাড়ির কাগজ নিয়ে পুলিশি হয়রানির অভিযোগে পথ অবরোধ করলেন আমবোঝাই ট্রাকচালকেরা। তাদের অভিযোগ, গাড়ির কাগজ নিয়ে রোজ হয়রানির শিকার হতে হচ্ছে। সারারাত ধরে তাদের বসিয়ে রাখা হয়। গাড়ির কাগজ দেখালেও হয়রানির শিকার হতে হয় তাদের। এতে করে কয়েক লক্ষ টাকার আম নষ্ট হয়ে যায়।
শুক্রবার গোশালা মোড়ে টানা ঘন্টা দেড়েক অবরোধ চলার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের আশ্বাসে অবরোধ তুলে নেন আমবোঝাই গাড়ি চালকেরা। এদিন জলপাইগুড়ি জাতীয় সড়কে পথ অবরোধের ফলে বহু গাড়ি আটকে পড়ে।
ব্যবসা বন্ধ: করোনা কাটায় সমস্যায় পড়েছেন বোদাগঞ্জ ভ্রামরী দেবী মন্দির সংলগ্ন দোকান ব্যবসায়ীরা। দীর্ঘদিন থেকে পর্যটকদের স্বাভাবিক গতিবিধি বন্ধ রয়েছে। মন্দির চত্বরে দোকান পাট নির্ধারিত সময়ে খোলা থাকলেও দেখা মিলছে না খরিদ্দারের।
মন্দির চত্বরে বসা কয়েকজন ব্যবসায়ী জানান, করোনা পরিস্থিতিতে মন্দিরে বাইরে থেকে পর্যটকেরা আসছেন না। মন্দিরে পুজা দিতেও ভিড় নেই। পর্যটকেরা না আসায় ব্যবসা আগের মত হচ্ছে না। স্থানীয়দের কয়েকজন এই মন্দিরে পুজা দিতে আসছেন। তাদের নিয়েই কোনওরকমে ব্যবসা চালাতে হচ্ছে।