হবিবপুরে প্রার্থী বদলের দাবি তৃণমূলের আদিবাসী সংগঠনের

মালদা: আবারও প্রার্থী নিয়ে অসন্তোষ তৃণমূলে। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভে সামিল হল তৃনমুল কংগ্রেস সমর্থকদের একাংশ। মালদার হবিবপুর বিধানসভায় একের পর এক তৃণমূলী বিক্ষোভ চলছে। কখনও রাতারাতি প্রার্থী বদল, কখনও আবার প্রার্থী পছন্দ না হওয়া বিক্ষোভ। হবিবপুর বিধানসভার প্রার্থী পছন্দ না হওয়ায় বুধবার বিকেলে হবিবপুর ব্লকের আদিবাসী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।

তৃনমুল কংগ্রেসের আদিবাসী সাধারণ সম্পাদক কৃষ্ট মুর্মু নেতৃত্বে হবিবপুর ব্লকের হবিবপুর অঞ্চলের মালদা নালাগোলা রাজ্য সড়কে বেগুনবাড়ির স্ট্যান্ডে বিক্ষোভ সভা হয়। বুধবার বিকেলে এই সভায় তৃণমূল কংগ্রেসের শতাধিক আদিবাসী কর্মীরা হাজির হন। হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কেকে পরিবর্তনের দাবি তুলে বিক্ষোভ করেন তারা। হবিবপুর আদিবাসী তৃনমুল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মুকে প্রার্থী করা দাবি তুলেন আদিবাসি তৃনমুল কংগ্রেসের একাংশ। এই দাবিতে এদিন বেগুনবাড়ি স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ করেন তারা।

About The Author