বিরল মহাজাগতিক দৃশ্য দেখল বিশ্ববাসী, ভারতকে অপেক্ষা করতে হবে ২০৩৪ পর্যন্ত

এ এক বিরল মহাজাগতিক দৃশ্য, গতকাল যার সাক্ষি রইল বিশ্ববাসী। দিনের বেলাতেও অন্ধকারে ছেয়ে গেল গোটা এলাকা। চাঁদের আড়ালে ঢেকে গেল সূর্য। এক দারুন দৃশ্য দেখল উত্তর আমেরিকার কোটি কোটি মানুষ।

অনেকেই আতশবাজি ফাটিয়ে উল্লাস করেন। ভারত বা এশিয়ার মূল ভূখণ্ডে এমন দৃশ্য উপভোগ করতে অপেক্ষা করতে হবে ২০৩৪ পর্যন্ত। এরকম আরেকবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে মার্কিন নাগরিকদের ২০৪৫ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই এদিন সবার উৎসাহ ছিল চোখে পড়ার মত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যকে গ্রাস করতে শুরু করে চাঁদ। শেষ পর্যন্ত পুরোপুরি ঢেকে দিলে হঠাৎ করেই অন্ধকার নেমে আসে ভূখণ্ডে। এ সময় উল্লাসে ফেটে পড়েন সূর্যগ্রহণ দেখতে জড়ো হওয়া হাজার হাজার মানুষ। চাঁদের কিনারা দিয়ে করোনা বের হওয়ায় এক অপার্থিব দৃশ্য তৈরি হয়। এরপর আসে ‘ডায়মন্ড রিং’এর বিরল মুহূর্ত।

উত্তর আমেরিকার মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে দেখা গেছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দেশ তিনটির ১৫৫ মাইল প্রশস্ত এবং ৪ হাজার মাইলেরও বেশি লম্বা একটা ফিতার মতো ভূখণ্ডজুড়ে কয়েক কোটি মানুষ এই বিরল দৃশ্য উপভোগ করেছেন।