‘দল খোঁজ নেয় না’, নির্দল হয়ে মনোনয়ন বিক্ষুব্ধ TMC কর্মীর

রাজগঞ্জ: দলের হয়ে ডাক পাচ্ছি না; হয়ত প্রার্থী তালিকায় নাম থাকবে না। সেই আশঙ্কায় সোমবারের পর মঙ্গলবারও নির্দল হয়ে মনোনয়ন জমা দিলেন আরও এক বিক্ষুব্ধ তৃণমূল কর্মী। রাজগঞ্জের মাঝিয়ালী অঞ্চলের তৃণমূল কর্মী মানিকচন্দ্র রায় এদিন নির্দল পঞ্চায়েত প্রার্থী হিসেবে নমিনেশন জমা করেছেন। 

মানিক বাবুর অভিযোগ, তিনি একসময় অঞ্চলের দলীয় সহ সভাপতির দায়িত্ব সামলেছেন। তবে বর্তমানে দলের নেতৃত্ব যোগ্য সম্মান দিচ্ছেন না। দলের হয়ে ডাক পাচ্ছেন না। তাঁর কথায়, জন্মলগ্ন থেকেই তৃণমূল দলটা করি তবে বর্তমানে অসহায় মনে করছি। দল খোঁজ নিচ্ছে না। তাই নির্দল হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার মনে হয় নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটে জিতলে মানুষের পরিষেবা সঠিকভাবে দিতে পারব।

 

About The Author