রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে শেষমেশ জয়ী হল তৃণমূল। এদিকে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধান সভা কেন্দ্রে জিতেছেন বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি। তৃণমূল প্রার্থী গৌতম দেবকে হারিয়েছেন কয়েক হাজার ভোটে। রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তথা এলাকার তিনবারের বিধায়ক খগেশ্বর রায় জয়ী হলেন। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুপেন রায়কে কয়েক হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন খগেশ্বর রায়। প্রথমদিকে বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও পরে এগিয়ে যান খগেশ্বর বাবু।