রাজ্য বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে পোস্টার পড়ল শহরে। পোস্টারে কৈলাসকে ‘টিএমসি সেটিং মাস্টার’, ‘গো ব্যাক’ বলে কটাক্ষ করা হয়েছে। পোস্টারে আবার মুকুল রায়ের সঙ্গে কৈলাসের ছবিও রয়েছে। মুরলীধর সেন লেনের সদর দফতরের বাইরে, হেস্টিংসে কার্যালয়ের বাইরে ও বিমানবন্দরের কাছে এই পোস্টার পড়েছে। এই পোস্টার থেকে এটা আরও স্পষ্ট যে কৈলাসের প্রতি দলের অন্দরেই ক্ষোভ মারাত্মক আকার নিয়েছে। অনেকেই তাঁর অপসারণের দাবি তুলেছেন।
নির্বাচনে ভরাডুবির পর রাজ্য বিজেপি-র একাংশ কৈলাসের দিকেই আঙুল তোলে। এখন রাজ্য বিজেপিতে যখন ভাঙন দেখা দিয়েছে, তখনও কৈলাসের দিকেই আঙুল উঠেছে। কারণ, কৈলাসের নেতৃত্বেই তৃণমূল ছেড়ে অনেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। যাঁদের কেউ কেউ এখন আবার সুর বদলে তৃণমূল ফিরতে চাইছেন। তবে পোস্টারের বিষয়ে রাজ্য বিজেপির কোনও শীর্ষ নেতা কিছু বলতে চাননি। দলের একাংশের বক্তব্য, এই ধরনের পোস্টার মারা তাদের দলের সংস্কৃতি নয়।