করোনা আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল বিধায়কের

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুরারাইয়ের বিদায়ী তৃণমূল বিধায়ক আব্দুর রহমানের। শনিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন তিনি। গত ভোটের মতো এবারও মুরারই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেছিল। কিন্তু করোনা আক্রান্ত হবার কারণে তিনি প্রার্থী হননি, তাঁর জায়গায় মোশারফ হোসেনকে প্রার্থী করা হয়। তবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শেষমেষ জিততে পারলেন না এই তৃণমূল বিধায়ক। এর আগে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ছাড়াও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয়েছে ভোটের আবহে।

About The Author