কলকাতা: রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল পদপ্রার্থীদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন টলিপাড়ার এক ঝাঁক তারকা। প্রার্থী তালিকা তাদের প্রায় প্রত্যেকেরই নাম রয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকায় ৫০ শতাংশ মহিলা প্রার্থী রয়েছেন, সংখ্যালঘু প্রার্থী রয়েছেন ৪২ জন, এসসি প্রার্থী রয়েছেন ৭৯ জন, এসটি প্রার্থী রয়েছেন ১৭ জন। উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে ভরসা রেখেছেন সেই পুরনো মুখগুলিতেই।
মালদায় হবিবপুরে সরলা মূর্মু, মালদার গাজোলে বসন্ত বর্মন, চাঁচলে নিহাররঞ্জন ঘোষ, হরিশ্চন্দ্রপুরে আজমল হোসেন, মালতিপুর কেন্দ্রে আব্দুল রহিম, রতুয়া কেন্দ্রে সমর মুখার্জি, মানিকচক কেন্দ্রে সাবিত্রী মিত্র, মালদহ বিধানসভা কেন্দ্রে উজ্জ্বল চৌধুরি, ইংলিশবাজারে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সুজাপুরে মোঃ আব্দুল গনি, মোথাবাড়িতে সাবিনা ইয়াসমিন এবং বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে চন্দনা সরকারকে প্রার্থী করেছে তৃণমূল।
জলপাইগুড়ি জেলায় ধুপগুড়িতে মিতালী রায়, ময়নাগুড়িতে মনোজ রায়, জলপাইগুড়ি কেন্দ্রে ডঃ প্রদীপ কুমার বর্মা, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে খগেশ্বর রায়, ডাবগ্রাম-ফুলবাড়িতে গৌতম দেব, মালবাজারের বুলুচিক বরাইক এবং নাগরাকাটা কেন্দ্রে জোশেফ মুণ্ডাকে প্রার্থী করেছে তৃণমূল।
যদিও কালিম্পং, দার্জিলিং এবং কার্শিয়াংয়ে কোনও প্রার্থী দেয়নি দল। এদিকে শিলিগুড়িতে ওমপ্রকাশ মিশরা, মাটিগাড়া-নকশালবাড়িতে নলিনী রঞ্জন রায় এবং ফাঁসিদেওয়া কেন্দ্রে ছোটন কিসকুকে প্রার্থী করেছে তৃণমূল।
উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রে আবারও প্রার্থী হয়েছেন হামিদুল রহমান, ইসলামপুরে আব্দুল করিম চৌধুরী, গোয়ালপোখরে গুলাম রব্বানি, চাকুলিয়াতে মিনহাজুল আফ্রিন আজাদ, করণদিঘি কেন্দ্রে গৌতম পাল, হেমতাবাদ কেন্দ্রে সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তপন দেব সিংহ, রায়গঞ্জে কানাইয়ালাল আগারওয়াল এবং ইটাহারে মোশারফ হোসেন, এদের টিকিট দিয়েছে তৃণমূল।
কোচবিহারে মাথাভাঙ্গায় গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার উত্তরে বিনয়কৃষ্ণ বর্মন, কোচবিহার দক্ষিনে অভিষেক ভৌমিক, শীতলকুচি কেন্দ্রে পার্থপ্রতিম রায়, সিতাই কেন্দ্রে জগদীশ চন্দ্র বর্মন বসুনিয়া, দিনহাটা কেন্দ্রে উদয়ন গুহ, নাটাবাড়িতে রবীন্দ্রনাথ ঘোষ, তুফানগঞ্জে প্রণব কুমার দে, মেখলিগঞ্জ কেন্দ্রে পরেশ চন্দ্র অধিকারীকে টিকিট দিয়েছে তৃণমূল।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে রেখা রায়, কুমারগঞ্জে তোরাপ হোসেন মন্ডল, বালুরঘাট বিধানসভা কেন্দ্রে শেখর দাসগুপ্ত, হরিরামপুর কেন্দ্রে বিপ্লব মিত্র, গঙ্গারামপুর কেন্দ্রে গৌতম দাস, তপন ব্লকে কল্পনা কিসকুকে প্রার্থী করেছে তৃণমূল।