কমিশনের লোক পাঠিয়ে দোষীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য: অগ্নিমিত্রা

রাজগঞ্জ: শিশুসুরক্ষা কমিশনের লোক পাঠিয়ে ধর্ষণকাণ্ডের দোষীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার। মহালয়ার সকালে রাজগঞ্জের ধর্ষণকাণ্ডে পিড়িতার বাড়িতে গিয়ে এমনই অভিযোগ করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আরও বলেন, রাজগঞ্জে পরপর একইরকম ঘটনা ঘটছে, যা দুঃখজনক। নাবালিকাকে ধর্ষন করা হয়নি, একথা বলছে রাজ্য শিশুসুরক্ষা কমিশন। পরিকল্পিতভাবে অপরাধীদের আড়াল করার জন্য একথা বলেছেন তারা। এদিন তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চার সভানেত্রী টিনা গাঙ্গুলি ও বিজেপি যুব মোর্চার নেতা তথা লাভার্থী যোজনার রাজ্য কনভেনর শ্যাম প্রসাদ। পরিবারের লোকের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নাবালিকা দুই বোন কাকার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে পাঁচ যুবক তাদের তুলে নিয়ে যায়। তাদের পাশের একটি চা বাগানে বলপূর্বক ধর্ষন করে বলে অভিযোগ। রবিবার দুজনেই অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার একজনের মৃত্যু হয়। অন্যজন এখনও চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ।

About The Author