জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় হরিণের মৃত্যু

জলপাইগুড়ি: ডুয়ার্সের পথে ৩১সি জাতীয় সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি হরিণের। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ডায়না জঙ্গল থেকে একটি দলছুট হরিণ রাস্তা পার করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি হরিণটিকে ধাক্কা মেরে চলে যায়। খবর পেয়েই ডায়না রেঞ্জের বনকর্মিরা এসে হরিনের মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। বনাঞ্চলের মাঝে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য বনদপ্তরের তরফে বোর্ড লাগানো রয়েছে। সেটিকে উপেক্ষা করেই চলে যাতায়াত। ফলে মাঝেমধ্যেই হাতি, বাইসন, হরিণের মতো বন্য প্রাণীর মৃত্যু হয়।

জাতীয় সড়ক ধরে এগোতে থাকলে অতিক্রম করতে হয় একাধিক বনাঞ্চল। এই বনাঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া সড়ক পথে এক পাশ অন্য পাশের জঙ্গলে বন্য জন্তুদের যাতায়াতের করিডর রয়েছে। সড়ক পারাপারের সময় তীব্র গতির গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটে বহু বন্যপ্রাণীর। তেমনই বৃহস্পতিবার সকালে নাগরাকাটা ব্লকের কালিখোলা বস্তির কাছে ৩১সি জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল হরিণটির।