ঈদের সকালে গুলির লড়াই কাশ্মীরে, নিহত লস্কর জঙ্গি সহ ২

শ্রীনগর: করোনা ভাইরাসের মোকাবিলায় ব্যস্ত গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন জারি করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও ধারাবাহিকভাবে কাশ্মীরে নাশকতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। সোমবার সকালে ফের দুই জঙ্গিকে নিকেশ করলেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায়। এদের মধ্যে একজন লস্করের শীর্ষ নেতা বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কুলগামের এলাকায় দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তারক্ষীরা। এরপরই ভারতীয় সেনা বাহিনীর ৩৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও কুলগাম পুলিশের যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। সোমবার সকালে আচমকা লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর দুই জঙ্গিকে নিকেশ করেন জওয়ানরা।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, আজ সকালে কুলগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়। এর জেরে দুই জঙ্গি খতম হয়েছে।