ছাড়পত্র পেল জলপাইগুড়ির দ্বিতীয় তিস্তা রেল সেতু

রেল চলাচলের জন্য ছাড়পত্র পেল জলপাইগুড়ির দ্বিতীয় তিস্তা রেল সেতু। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে তিস্তার দ্বিতীয় রেল সেতুকে চলাচলের উপযোগী বলে ছাড়পত্র দেওয়া হয়েছে। ওই লাইনে ট্রেন চলাচলও শুরু হয়ে গিয়েছে। অসম থেকে এনজেপিগামী ট্রেনগুলি এই নতুন সেতু দিয়ে চলাচল করবে।

গত ২৫ জুন থেকে তিস্তার দ্বিতীয় রেল সেতুতে সিগন্যাল ব্যবস্থা বসানো হয়েছে। গত ৩০ জুন চূড়ান্ত পরিদর্শন হয়েছে। রেল সূত্রের খবর, রাজধানী-সহ সব ট্রেনেরই গতি বাড়বে। পুরো পথে ডবল লাইনে টানা ট্রেন চলাচল শুরু হয়ে গেলে গতিবেগ বাড়বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তর-পূর্ব ভারতে চলাচলকারী সব ট্রেনেরই।