করোনা পরিস্থিতিতে অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন এক শিক্ষক। রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন তিনি। রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েত এলাকার সুভাষপল্লীর বাসিন্দা পেশায় বলদাপুকুর নেতাজি সুভাষ প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক রাহুল ইসলামের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার রাজগঞ্জের সুখানি অঞ্চলের মহানপাড়া, প্রধানপাড়া, ফকিরাপাড়া সহ বিভিন্ন এলাকায় শতাধিক বাড়ি গিয়ে রান্না করা মাংস ভাত হোম ডেলিভারি করেন তারা।
এবিষয়ে উদ্যোক্তা শিক্ষক জানান, লকডাউনের ফলে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। সেসব দুঃস্থ মানুষদের কথা ভেবে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। তিনি আরও বলেন, লকডাউনের জন্য বিদ্যালয় বন্ধ রয়েছে। যাদের পড়াশোনার ব্যাপারে সাহায্য দরকার আমাকে জানালে আমি তাদের বাড়িতে গিয়ে বিনামূল্যে পড়িয়ে আসবো।