Car Accident: ট্রাকের পেছনে ধাক্কা চারচাকার, আহত ১

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী ছোট চার চাকার গাড়ি। গাড়িতে এক শিশু এবং দুই মহিলা সহ পাঁচ জন ছিলেন। গুরুতর আহত ১। শনিবার শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে তালমা মোড়ে পৌনে দুটা নাগাদ ঘটনাটি ঘটে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে একটি পণ্যবাহী লরি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। শিলিগুড়ির দিকে আসছিল ছোট চার চাকার গাড়িটি। নিয়ন্ত্রন সামলাতে না পেরে সামনে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে গাড়িটি। সামনের অংশ দুমড়ে যায়। চালকের সামান্য চোট লেগেছে। তবে পাশের যাত্রী গুরুতর আহত হয়েছেন।

গাড়ির পেছনে এক শিশু এবং ২ মহিলা ছিলেন। তাঁদের কোনও চোট লাগেনি। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের দাবি, তালমা মোড়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে সেখানে ট্রাফিক ব্যবস্থা চালু করা হোক। আহত ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও তাঁরা শিলিগুড়ির বাসিন্দা বলে মনে করা হচ্ছে। 

About The Author