রাজগঞ্জে খেলার মাঠে সম্ভাবনা উজ্জ্বল! খেলাধূলার ব্যাপারে আগামী প্রজন্মকে উৎসাহিত করতে ব্লকজুড়ে নানারকম খেলার সঙ্গে যুক্ত থাকা শিক্ষক, কোচ, প্রাক্তন ও বর্তমান খেলোয়ারদের নিয়ে শনিবার রাজগঞ্জ স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হল।
অসহায় মেধাবী পড়ুয়াদের মধ্যে থেকে প্রতিভা অন্বেষণ কমিটির মূল উদ্দেশ্য। এই কমিটির সভাপতি হলেন মাধব সাহা, সম্পাদক শম্ভু সাহা, সহ সম্পাদক হয়েছেন শুভ দাস। তাঁরা জানান, কমিটির সদস্যেরা অ্যাথলেটিক্স, ফুটবল, ক্যারাটে ইত্যাদির সঙ্গে যুক্ত। কোচ, সেনসি, স্কুল কলেজের স্পোর্টস টিচাররাও কমিটিতে রয়েছেন। প্রত্যেকেই সংশ্লিষ্ট নজরদারির মধ্যে পিছিয়ে পড়া স্তরের খেলোয়াড় বা খেলার প্রতি আগ্রহী এমন বাচ্চাদের তুলে ধরবেন। আমাদের কমিটি তাঁদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বছরের বিভিন্ন সময়ে নানারকম টুর্নামেন্টের আয়োজন করা হবে। পাশাপাশি অনেক যুবক-যুবতী যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়েছেন তাঁরাও সুযোগ পাবেন।

