তীব্র ভূমিকম্পে কাপল তাইওয়ান, সুনামি সতর্কতা জারি

এবার তীব্র ভূমিকম্পে কেপে উঠল তাইওয়ান। ৭.৪ তীব্রতার কম্পনের পর জারি হয়েছে সুনামি সতর্কতা। প্রবল কম্পনের ফলে একাধিক বহুতল হেলে পড়েছে। এখনও পর্যন্ত ন’জন মারা গিয়েছেন বলে খবরে প্রকাশ। আহতদের সংখ্যা ৭০০-রও বেশি। জাপানের তরফে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

কম্পনের মাত্রা বেশি থাকায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। শহরজুড়ে প্রচুর ক্ষতি হয়েছে। সমাজমাধ্যমে তার একাধিক ভিডিও ধরা পড়েছে। ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উঁচুতে জল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। তাই ইতিমধ্যেই জাপানের কয়েকটি দ্বীপ শহর ফাঁকা করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় ২৫ বছর পর তাইওয়ানে এই ধরনের প্রবল ভূমিকম্প হয়েছে।