নন্দীগ্রামে চূড়ান্ত ফল প্রকাশের আগেই সার্ভার বিভ্রাটের জের! নন্দীগ্রাম নিয়ে চরম বিভ্রান্তি। ১৭ রাউন্ড ভোটগণনার পর মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে খবর আসছিল। সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে।
এদিকে, সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানায়িছেন মমতা। তিনি বলেন, ‘নন্দীগ্রাম যা রায় দেব, মাথা পেতে নেব।’ যদিও তিনি বলেছেন কারচুপির অভিযোগে মমতার বিরুদ্ধে কমিশনে যাবেন মমতা।