২৪ জুলাই হটস্টারে মুক্তি পাবে সুশান্তের শেষ ছবি

ডিজিটাল ডেস্ক: মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। মুকেশ ছাবড়া পরিচালিত এই ছবির শেষ মুহূর্তের কাজ চলছে। ২৪ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি। তবে বড় পর্দায় নয়। ছবি মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে। ডিজনি প্লাস হটস্টারেই প্রকাশ পাবে ‘দিল বেচারা’। ছবিটিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সইফ আলি খান ও সঞ্জনা সঙ্ঘী। ছবিটি ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জন্য তা মুক্তি পায়নি। এবার ডিজিটাল মিডিয়াতে প্রকাশ পাবে ছবিটি।

ছবির অন্যতম অভিনেতা সঞ্জনী সঙ্ঘী ছবিটির মুক্তির কথা জানিয়ে লিখেছেন, ‘সুশান্তের প্রতি ভালোবাসা জানাতে দিল বেচারা ছবিটি সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার সকলেই দেখতে পাবেন।’ সুশান্তের প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক মুকেশ ছাবরা বলেছেন, ‘সুশান্ত শুধু আমার প্রথম ছবির নায়কই নন, আমার কাছের বন্ধু। সেই কাই পো চে-র সময় থেকে আমাদের বন্ধুত্ব। ও আমার কথা দিয়েছিল, আমার প্রথ ছবিতে ও থাকবে। আমরা দুজনে মিলে কত স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কখনও ভাবিনি, এই ছবিটি ওর চলে যাওয়ার পর মুক্তি পাবে। ‘

৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু লকডাউনের জেরে তা মুক্তি পায়নি। ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত। অভিনেতার আত্মহত্যার পর যশরাজ ফিল্মস, ধর্মা প্রোডাকশন, সলমন খান ফিল্মস-সহ একাধিক প্রযোজনা সংস্থার নামে অভিযোগ ওঠে যে তাঁরা সুশান্তকে ব্যান করে দিয়েছিলেন।

২৪ জুলাই এই ছবির প্রিমিয়ার। দিল বেচারার মধ্যে দিয়েই বলিউডে হাতেখড়ি হচ্ছে ছবির অন্যতম নায়িকা সঞ্জনা সঙ্ঘী। খবর প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। অনেকের মতে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেই সঠিক শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে তারকার প্রতি। কিন্তু কবে বিনোদন জগত ফিরবে ছন্দে, কোনও ধারণাই নেই, ফলে ডিজিটালেই ভক্তরাদে দেখতে পাবেন সুশান্তের শেষ ছবি।

   

About The Author