BJP ক্ষমতায় এলে জেলার মর্যাদা পাবে সুন্দরবন, প্রতিশ্রুতি শাহের

কলকাতা: আসছে নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা করা হবে। মঙ্গলবার গোসাবার জনসভায় নয়া প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবায় দলীয় জনসভায় যোগ দিয়ে একথা জানান শাহ।

সভায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার আগে দিদি বলেছিলেন, সুন্দরবনকে জেলা ঘোষণা করবেন। আপনারাই বলুন, আজ পর্যন্ত সুন্দরবন জেলার মর্যাদা পেয়েছে কি? আমি কথা দিচ্ছি, আপনারা শুধু বিজেপি-র মুখ্যমন্ত্রী নিয়ে আসুন। এক বছরের মধ্যে সুন্দরবনকে জেলা ঘোষণা করার কাজ সম্পূর্ণ করব আমরা।’

তিনি আরও জানান, রাজ্যে বিজেপি সরকার গড়লে মাথা পিছু ৩ লক্ষ টাকা করে বিমা পাবেন মৎস্যজীবীরা। বাঘ সংরক্ষণে আলাদা ভাবে ব্যবস্থা নেওয়া হবে। শাহ বলেন, ‘‘দিদি সুন্দরবনের সঙ্গে অন্যায় করেছেন। আমরা সুন্দরবনকে দেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।’ শাহ বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, এইমস-এর শাখা গড়ে তোলা হবে।