SIR: ২০০২-এর ভোটার লিস্টে নাম নেই? কি করবেন? জেনে নিন স্টেপ-বাই-স্টেপ

বিশেষ প্রতিবেদন: শুরু হয়ে গেল SIR! ২০০২ সালের ভোটার তালিকায় যদি আপনার বা পরিবারের কারও নাম পাওয়া যায়, তাহলে সেটি একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক স্বীকৃতি। কিন্তু যদি নাম না থাকে, তাহলে কি করবেন? পড়তে থাকুন।

তবে প্রথমেই বলে রাখি, যারা এখনও লিস্ট পাননি, তাঁরা তাঁদের নাম খুঁজতে প্রথমে চলে যান ওয়েবসাইটে। সেখানে ‘Electoral Roll of SIR 2002’ অপশন খুলে সংশ্লিষ্ট জেলা নির্বাচন করতে হবে। এরপর জেলার নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র এবং ভোটগ্রহণ কেন্দ্র নির্বাচন করে ‘Final Roll’ পিডিএফ খুলতে হবে। উল্লেখিত ক্যাপচা দিলেই খুলে যাবে তালিকা।

সেই তালিকায় থাকবে ভোটারের নাম, পিতার বা স্বামীর নাম, বয়স, লিঙ্গ, ছবি-সহ পরিচয়পত্র নম্বর। যদি নাম না পাওয়া যায়, তাহলে কমিশন নোটিশ পাঠাবে এবং প্রমাণপত্র জমা দিয়ে ভোটার হিসেবে যোগ্যতা প্রমাণ করতে হবে।

যদি ২০০২ সালের তালিকায় নাম না থাকে, তাহলে কি করণীয়?

২০০২ সালের ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সেই সময় ভোটার হওয়ার যোগ্য ছিলেন। নিচে ধাপে ধাপে জানানো হল কী করতে হবে:

প্রথমে ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট জেলা, বিধানসভা কেন্দ্র ও বুথ নির্বাচন করে তালিকায় নিজের নাম খুঁজে দেখুন। যদি নাম না পাওয়া যায়, তাহলে কমিশনের তরফে একটি নোটিশ আসতে পারে বা আপনি নিজে থেকেই আবেদন করতে পারেন।

পরবর্তী ধাপগুলি:

  • নথি সংগ্রহ: জন্মসনদ, ২০০২ সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র (রেশন কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট), পুরনো ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ বিল, বাড়িভাড়া চুক্তি) ইত্যাদি তৈরি রাখুন।
  • আবেদন ফর্ম পূরণ: সংশ্লিষ্ট বুথ বা ব্লক অফিস থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করুন বা অনলাইনে ডাউনলোড করুন।
  • নথি সংযুক্ত করে জমা দিন: নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম ও প্রমাণপত্র জমা দিন সংশ্লিষ্ট অফিসে।
  • যাচাইয়ের অপেক্ষা: কমিশন আপনার নথি যাচাই করে সিদ্ধান্ত নেবে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন কি না।

 ভুল বা ভুয়ো তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। ড্রাফট তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর এবং চূড়ান্ত তালিকা ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। এই প্রক্রিয়া শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে। ভোটার তালিকা বিশুদ্ধ করতে এই উদ্যোগ বলে জানিয়েছে কমিশন।

About The Author