SSC verdict: স্কুলে যেতে পারবেন যোগ্য শিক্ষকেরা, সাময়িক স্বস্তি সুপ্রিম কোর্টের

আপাতত চাকরি বহাল! ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন ‘যোগ্য’ শিক্ষকেরা। তবে ৩১ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ।


কলকাতা: বাংলার ২৬ হাজার চাকরি হারাদের সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন ‘যোগ্য’ শিক্ষকেরা। তবে ৩১ ডিসেম্বরেই মধ্যেই নতুন নিয়োগ করে ফেলতে হবে। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।

আদালত জানিয়েছে, ৩১ মে-র মধ্যে যোগ্যদের বাছাই করার নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে। ততদিন চাকরি করতে পারবেন সব শিক্ষক। প্রসঙ্গত, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে এখনও কোনও নির্দেশ নেই আদালতের। তবে পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তা’র কারণে শিক্ষকদের বহাল রাখার এই রায় দিয়েছে শীর্ষ আদালত।

এপ্রিল মাসের ৩ তারিখে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি গেছে। এঁদের মধ্যে ‘চিহ্নিত অযোগ্য’ রয়েছেন প্রায় হাজার আটেক শিক্ষক। চাকরি বাতিলের পাশাপাশি তাঁদের বেতনও ফেরত দিতে বলা হয়েছিল।

About The Author