বিরিয়ানি খাবে বলে বেরিয়েছিল দিয়া। তারপর অনেকটা সময় পর নাবালিকার বয়ফ্রেন্ড ফোন করে জানায়, উত্তরকন্যার পাশে পড়ে আছে তাঁদের মেয়ে।
শিলিগুড়ি: দুপুরে বান্ধবীদের সঙ্গে বেরিয়েছিল বিরিয়ানি খেতে, বেশ কিছুক্ষন পর শিলিগুড়ি উত্তরকন্যা পাশে একটি জঙ্গল থেকে উদ্ধার হল ক্লাস নাইনের ওই ছাত্রীর দেহ। চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে। হাসপাতালের সামনে কান্নায় ভেঙ্গে পড়লেন মেয়ের বাড়ির লোকেরা।
জানা গেল, দুপুরে বান্ধবীদের সঙ্গে তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খাবে বলে বেরিয়েছিল দিয়া। তারপর অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাবার পর মেয়ে বাড়ি ফিরছে না দেখে চিন্তিত দিয়ার বাবা মা মেয়ের খোঁজ শুরু করে। এরমধ্যেই হঠাৎ সেই নাবালিকার বয়ফ্রেন্ড ফোন করে জানায় উত্তরকন্যার পাশে পড়ে আছে তাঁদের মেয়ে। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই নাবালিকার দেহ ময়নাতনদের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল রহস্য। এদিকে, পরিবারের দাবি, নাবালিকার বয়ফ্রেন্ড রোহিত নাবালিকার দেহ উত্তরকন্যার পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে উদ্ধার করেছে। এবার প্রশ্ন, কিভাবে মেয়ে উত্তরকন্যার পার্শ্ববর্তী সেই জঙ্গলে পৌঁছাল? ধোঁয়াশায় রয়েছে পরিবারের লোকজন।

