ভোটের আগে মানুষের মন ভোলানোর চেষ্টা? নাকি কংগ্রেসি পঞ্জাব সরকারের বিরুদ্ধে পরিকল্পিত নাটক? কি এমন হল, যেখানে প্রধানমন্ত্রী কোনওমতে বেঁচে ফিরেছি বলছেন? পঞ্জাবে প্রধানমন্ত্রীর রাস্তা আটকাতেই সুরক্ষা লঙ্ঘনের অভিযোগ আর এই খবরে দেশজুড়ে হই হই কাণ্ড, জোর আলোচনা। প্রধানমন্ত্রী বললেন, সেখান থেকে কোনওরকমে বেঁচে ফিরলাম। মুখ্যমন্ত্রীর দাবি, সড়ক সফরের কথা আগে জানানো হয়নি পঞ্জাব সরকারকে। প্রধানমন্ত্রী মোদী নাটক করছেন, রাজনীতি করছেন। যেহেতু সামনেই নির্বাচন, তাই পঞ্জাবের মানুষকে ভোলাতে এই নাটক সাজিয়েছেন তিনি।
এই ঘটনায় কেন্দ্রের তরফে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের কাছে রিপোর্ট চাইতেই একাধিক প্রশ্ন ছুঁড়লেন বিরোধীরা। তাদের দাবি, এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পিত নাটক, কংগ্রেস শাসনের পঞ্জাব সরকারকে হেনস্থার পরিকল্পনা। তা নাহলে সেই দুর্যোগের দিনেও কেন সভা বাতিল করলেন না মোদী? কৃষকদের আন্দোলন চলছে জেনেও কেন সেখান দিয়েই গেলেন? নভজ্যোত সিং সিদ্ধুর কথায়, ‘দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি শুধুমাত্র ১৫ মিনিটের জন্য সমস্যায় পড়েছিলেন কিন্তু কৃষকেরা যখন এক বছরেরও বেশি সময় ধরে ক্যাম্প করেছিলেন, তখন আপনি কোথায় ছিলেন? সিদ্ধু কটাক্ষের সুরে বলেন, ‘পঞ্জাবে মোদীর সভায় লোক হয়নি তাই উনি নাটক সাজিয়েছেন। ৭০ হাজার চেয়ার সাজানো হয়েছিল কিন্তু এসেছ মাত্র ৫০০ জন। তাই এই নাটক। এর থেকে অনেক বেশি লোক হয় আমার র্যালিতে।’
PM couldn’t have addressed empty chairs like shameless Ex CM Captain. Only way out was to divert media attention to alleged security threat & save humiliation of addressing 500 people on 70000 chairs. This is a colossal failure of BJP in Punjab. They were like a burst balloon !! pic.twitter.com/jhugG4zKPk
— Navjot Singh Sidhu (@sherryontopp) January 6, 2022
আসল ঘটনা হল, বুধবার প্রথমে প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। রাস্তায় ১৫ থেকে ২০ মিনিট দাঁড়িয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। সূত্রের খবর, বুধবার ভাতিন্ডায় নামেন তিনি। হেলিকপ্টারে যাওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত হয়। যাওয়ার পথেই মোদীর গাড়ি আটকায় আন্দোলনকারীরা। স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল। এই বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। পাশাপাশি, শুরু হয়েছে রাজনৈতিক তর্ক। বিজেপির অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই প্রধানমন্ত্রীর কনভয় আটকানো হয়েছে। যদিও পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দাবি, এর পিছনে রাজ্যের কোনও নিরাপত্তা গাফিলতি ছিল না। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। সেকথা তাঁরা জানতেন না। এইনিয়ে দেশজুড়ে প্রতিবাদে পথে নেমেছেন বিজেপির নেতারা। মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও।