জলপাইগুড়ি: এক তরুণীর ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হল রাজগঞ্জ থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক (SI) সুব্রত গুনকে। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি আদালতে তোলা হয় অভিযুক্ত পুলিশ আধিকারিককে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য, সংবাদ মাধ্যমের নজরে এড়িয়ে অভিযুক্ত SI-কে এদিন জেলা আদালতের হাজতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল। তদন্তে বেশ কিছু ‘অসঙ্গতি’ মেলায় এদিন সকালে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও এই বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ পুলিশের পদস্থ আধিকারিকরা। জলপাইগুড়ি জেলা পুলিশের এক আধিকারিক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল। সেই মতো গ্রেপ্তার করা হয়েছে সুব্রতকে। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও কম হয়নি বলে সুত্রের দাবি।
২০২৩ সালের জুন মাস থেকে রাজগঞ্জ থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন সুব্রত গুন। থানার ‘মেজোবাবু’র ভূমিকায় ছিলেন এই আধিকারিক। দু’দিন আগে শিলিগুড়ির এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। সেই মর্মে শিলিগুড়ি মহিলা থানায় জিরো FIR দায়ের হয়। এরপরই সুব্রতকে জলপাইগুড়ি পুলিশ লাইনে ক্লোজ করা হয়। অপরদিকে মামলাটি শিলিগুড়ি মহিলা থানা থেকে জলপাইগুড়ি মহিলা থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার অবশেষে গ্রেপ্তার করা হল।
অন্যদিকে, এদিন দুপুরে সুব্রত’র গ্রেপ্তারের দাবিতে রাজগঞ্জ থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। রাজগঞ্জ ব্লক ও জলপাইগুড়ি জেলা বিজেপির ডাকে থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। তার আগেই সুব্রতকে গ্রেপ্তার করল পুলিশ। যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।