বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনা। রবিবার সকালে লুপলাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে অন্য একটি চলন্ত মালগাড়ি৷ দুই ট্রেনের সংঘর্ষের জেরে চলন্ত মালগাড়ির ইঞ্জিন অপর একটি মালগাড়ির উপরে উঠে পড়ে৷ খবর পেয়েই রবিবার ঘটনাস্থলে পৌঁছে গেলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
ঠিক কি কারণে এই ঘটনা? ডিআরএম ঘটনাস্থলে পরিদর্শনে এসে বলেছিলেন, সম্ভবত চালক ঘুমিয়ে পড়েছিলেন। সিগন্যাল দেখতে না পেয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে সায়ন্তিকা এলে তাঁকে জিজ্ঞেস করা হয় এই প্রশ্ন। কী কারণে এই দুর্ঘটনা? সায়ন্তিকা বলেন, ‘কিছু প্রবলেম ছিল বলেই নিশ্চয় দুর্ঘটনা হয়েছে, কেন ওই লুপ লাইনে ট্রেনটা ঢুকেছিল, কে দায়ী, তা তদন্ত হবে, সেটা আমার এখন বলা ঠিক হবে না।’