এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মালদহের সরলা মুর্মু। তৃণমূলের টিকিট পেয়েও যোগ দিয়েছিলেন বিজেপিতে, এবার ভুল শুধরে দলে ফিরতে চান মালদার সরলা। প্রসঙ্গত বিধানসভা ভোটে তাঁকেই মালদহের হবিবপুর কেন্দ্র থেকে প্রথমে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু দলের সেই সিদ্ধান্ত উড়িয়ে দিয়ে বিজেপি-তে যোগ দেন সরলা। পরে প্রার্থী বদলাতে হয় জোড়াফুল শিবিরকে। এখন অবশ্য সরলা বলছেন, ‘বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। ভুল শুধরে নিতে চাই।’’
গতকালই তৃণমূলে ফেরার আবেদন জানিয়েছেন সোনালি। তৃণমূলে ফিরতে চাইছেন ইটাহারের অমলও। সেই সুরে সুর মিলিয়ে সরলা বলছেন, ‘আমি তৃণমূলই করে এসেছি। ওখানে নেতৃত্ব দিতাম। আমি অনেক পদেও ছিলাম। বিজেপি-তে যাওয়াটা আমার ভুল হয়েছে। নিজেই বুঝতে পারছি ভুল হয়েছে। ভোটপর্ব যখন চলে তখনই আমি বুঝতে পেরেছি। আমি ঘরের মধ্যেই ছিলাম। যারা রাগ, অভিমান করে দলত্যাগ করেছে তাদের দলে ফেরানোর জন্য দিদি বার্তা দিয়েছেন। তাঁর ডাকে আমি সাড়া দিচ্ছি। উনি আমাদের গ্রহণ করলে আমরা দিদির সঙ্গে অবশ্যই কাজ করব। যেভাবে ওঁর সৈনিক হিসাবে কাজ করছিলাম। সেভাবেই কাজ করতে চাই।’ তবে এনিয়ে কটাক্ষের শেষ নেই রাজনৈতিক মহলের একাংশে। তাদের কথায়, বাংলায় তৃণমূলের বিপুল জয়ের পর পরই ভোল পালটাচ্ছেন দল বদলুরা।