ভারতের পাশাপাশি চাঁদে মহাকাশযান পাঠিয়ে দিল রাশিয়াও। সব ঠিক থাকলে ভারতের একদিন আগেই চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে রাশিয়ার লুনা ২৫। শুক্রবার সকালে পূর্ব রাশিয়ার উৎক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছে।
একদিকে যখন ভারতের চাঁদে পৌছাতে যেখানে প্রায় ৩৯ দিন সময় লাগছে সেখানে রাশিয়া মাত্র ১২ দিনে চাঁদে পৌঁছাবে। একদিন আগে পরে দুই দেশের ল্যান্ডারের চাঁদের মাটি ছোঁয়ার কথা। ফলে চাঁদকে কেন্দ্র করে মহাকাশে ভারত বনাম রাশিয়ার প্রতিযোগিতার সাক্ষী থাকবে বিশ্ব।
তবে কেন এত কম সময় নেবে রাশিয়া, ভারতেরই এত সময় লাগছে কেন? আসল ঘটনা হল, কম খরচে অপেক্ষাকৃত বেশি পথ ঘুরে চাঁদে পৌঁছবে ভারত। যেখানে রাশিয়ার প্রযুক্তি ভারতের থেকে অনেক উন্নত এবং খরচও অনেক।
সেই কারণে উৎক্ষেপণের পর মাত্র পাঁচ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছবে লুনা-২৫। সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে নামবে লুনা-২৫-এর ল্যান্ডার।
অন্য দিকে, গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশে আগেই রওনা দিয়েছে ইসরোর চন্দ্রযান-৩। উৎক্ষেপণের ২২ দিন পর তা চাঁদের কক্ষপথে পৌঁছেছে। আগামী ২৩ অগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে অবতরণ করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের। অর্থাৎ, লুনা-২৫ এবং চন্দ্রযান-৩-এর চাঁদে নামার সময় প্রায় একই।