কয়েনে ভারত মাতা! RSS শতবর্ষে ১০০ টাকার মুদ্রা প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: ভারতীয় কয়েনে প্রথমবার ভারত মাতা! RSS শতবর্ষে মোদীর ১০০ টাকার স্মারক মুদ্রা প্রকাশ।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করলেন বিশেষ স্মারক ডাকটিকিট এবং ১০০ টাকার মুদ্রা। দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে সংঘের শতবর্ষ উদযাপনের সময় এই স্মারক প্রকাশিত হয়।

১৯২৫ সালে কেশব বলিরাম হেডগেওয়ার কর্তৃক প্রতিষ্ঠিত আরএসএস তার স্বেচ্ছাসেবক-ভিত্তিক সামাজিক ও সেবামূলক কাজের জন্য পরিচিত। শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ত্রাণ এবং সমাজসেবায় সংগঠনটির অবদানকে সম্মান জানাতেই এই স্মারক প্রকাশ।

প্রধানমন্ত্রী জানান, ১০০ টাকার মুদ্রার একদিকে জাতীয় প্রতীক এবং অন্যদিকে সিংহের মূর্তি সহ ভারত মাতার বিশাল প্রতিচ্ছবি রয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারতীয় মুদ্রায় ভারত মাতার ছবি খোদাই করা হয়েছে। মুদ্রাটিতে আরএসএসের নীতিবাক্যও অন্তর্ভুক্ত: “রাষ্ট্রায় স্বাহা, ইদম রাষ্ট্রায় ইদম না মম।”

About The Author