ফাঁকা মঞ্চে শিলান্যাস, ‘আপনারা কি উন্নয়ন চান না?’ ক্ষুব্ধ জেলাপরিষদের সভাধিপতি

রাজগঞ্জ: শুধু প্রধান বা পঞ্চায়েতই নয়, রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা অবধি গড়হাজির। দর্শকশূণ্য একপ্রকার ফাঁকা মঞ্চে শিলান্যাস করে বেজায় ক্ষুব্ধ হলেন জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।

https://www.facebook.com/RNFNewsOfficial/videos/2015443261920750/

চেউলিবাড়ি বাজার থেকে ফাটাপুকুর মোড় পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার বেহাল পাকা রাস্তা মেরামতের জন্য বাংলার সড়ক যোজনা প্রকল্প থেকে প্রায় ১ কোটি টাকা বরাদ্দ হয়। সেই রাস্তার কাজের শিলান্যাস করতে উপস্থিত হন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। সঙ্গে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়ই। কিন্তু শিলান্যাস অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া দর্শকাসনও প্রায় ফাঁকা। সভাধিপতি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তাহলে কি ওরা এলাকার উন্নয়ন চায় না। শেষে সভাধিপতি এলাকার কয়েকজনকে নিয়ে রাস্তার কাজের শিলান্যাস করেন। সভাধিপতি বলেন, প্রায় ১১ কিলোমিটার বেহাল রাস্তা মেরামতের শিলান্যাস করা হল। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে। প্রধান এবং উপপ্রধান কেন অনুষ্ঠানে এলেন না তা খোঁজ নিয়ে দেখা হবে। যদিও এই বিষয়ে পানিকাউরি অঞ্চলের উপপ্রধান নমিতা রায়কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এই অনুষ্ঠানের জন্য জেলাপরিষদের তরফ থেকে সরাসরি কোনও আমন্ত্রণ তিনি পাননি।

 

 

About The Author