রাম মন্দির নিয়ে রেগে আগুন পাকিস্তান, উস্কানি বন্ধের হুশিয়ারি ভারতের

নয়াদিল্লি: রাম মন্দিরের ভূমিপুজো শেষ হতে না হতেই রেগেমেগে আগুন পাকিস্তান। রাম মন্দির নির্মাণ নিয়ে ভারতের উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান। বৃহস্পতিবার এরই জবাব হিসেবে পাল্টা জবাব দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। পাকিস্তানকে কড়া ভাষায় জানানো হয়েছে, তারা যেন সাম্প্রদায়িক উস্কানি দেওয়া থেকে বিরত থাকেন। পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের প্রতিনিয়তই নির্যাতিত হতে হয় বলে খবর পাওয়া যায় মাঝে মধ্যেই। সংখ্যালঘুদের কোনও মান-ইজ্জত নেই সে দেশে। এমন ছবির একাধিকবার প্রকাশও পেয়েছে। অথচ সেই পাকিস্তানই ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে উচ্চবাচ্য করতে কোনও সুযোগ হাতছাড়া করেনা। ভারতে সুপ্রিমকোর্ট গতবছর সর্বসম্মতভাবে অযোধ্যায় বিতর্কিত জমির ওপর রাম মন্দির স্থাপনের ঐতিহাসিক রায় প্রদান করে। এরসঙ্গে ৫ একর জমি মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে দান করতে হবে বলে কেন্দ্রকে নির্দেশও দেয়।

সুপ্রিমকোর্টের এই রায় হিন্দুদের পাশাপাশি মুসলিমদের পক্ষেও ইতিবাচক ছিল। কিন্তু এই রায়ে ভারতীয় মুসলিমরা ক্ষুন্ন না হলেও পাকিস্তান সরকার যথেষ্ট ক্ষুব্ধ হয়েছে। ৫ অগাস্ট যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজনে ব্যস্ত সে সময় এইনিয়ে সমালোচনার পাকিস্তানের প্রশাসনিক প্রধানের মুখে। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, করোনা অতিমারি চলাকালীন যেভাবে দ্রুততার সঙ্গে বাবরি মসজিদের জায়গায় রামমন্দির তৈরি করা হচ্ছে তাতে এটাই পরিস্কার ভারতে মুসলিমরা বঞ্চনার শিকার। পাকিস্তানকে অযোধ্যার রামমন্দির নিয়ে কম ভাবতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে। রামমন্দির নিয়ে সুপ্রিমকোর্টের এই রায়প্রদান ভারতের পুরোপুরি অভ্যন্তরীণ ব্যাপার, ভারতীয় আইন ব্যাবস্থা সকল বিশ্বাসকে সম্মান জানায় এবং এই ব্যাপারে কথা বলা পাকিস্তানের শোভা পায় না। ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার কথা জানিয়ে বলেছেন, খুবই দুঃখজনক ব্যাপার। যে দেশ সীমান্তে আতঙ্ক ছড়ায়, নিজের দেশে সংখ্যালঘুদের অস্বীকার করে, তার অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সাম্প্রদায়িক, উত্তেজনামূলক মন্তব্য করা কখনও উচিত নয়।