জলপাইগুড়ি: পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে ডুয়ার্সের নদীগুলি। জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীতেও কানায় কানায় জল উঠেছে। সেচ দপ্তরের তরফে অসংরক্ষিত এলাকায় লাল সংকেত ও সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে। নদীর বাঁধের বাড়তি নজরদারি চলছে। শহরের জুবলি পার্ক এলাকায় জল অনেকটাই বেড়েছে। সমতলে সেই তুলনায় অনেকটাই বৃষ্টি কম হয়েছে। কিন্তু পাহাড়ে ভারী বৃষ্টির জেরে তিস্তা ব্যারাজ জল ধরে রাখতে পাচ্ছে না।
বৃহস্পতিবার সকাল থেকে দফার দফায় জল ছাড়া হয়। তিস্তা সেতুর দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় জল অনেকটা বেড়েছে। সকাল থেকে দফায় দফায় ব্যারাজ থেকে জল ছাড়া হলেও সকাল দশটায় ৩ হাজার ৭৩৭ দশমিক ৬৮ কিউমেক জল ছাড়া হয়েছে। এদিন দুপুর সাড়ে বারোটায় লাল সংকেত জারি করল সেচ দফতর। অন্যদিকে সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে।
এদিকে জল বাড়তেই শহরতলীর সারদা পল্লীর, বিবেকানন্দ পল্লী চরের বাসিন্দারা উচু জায়গার উঠে আসতে শুরু করেছে। সেচ দপ্তরের তরফে এসডিও শান্তুনু ধর জানান, ‘পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’