মন্ত্রিত্বের পর এবার বিধায়ক পদও ছাড়লেন রাজীব

কলকাতা: মন্ত্রিত্ব ছেড়েছিলেন আগেই। এবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডোমজুড়ের বিধায়ক ছিলেন তিনি। শুক্রবার বিধানসভার স্পিকারের কাছে তিনি পেশ করেন নিজের পদত্যাগপত্র। এদিন তিনি তৃণমূলের সদস্যপদও ছেড়ে দিতে পারেন বলে খবর। খুব শীঘ্রই প্রাক্তন বনমন্ত্রী বিজেপিতে যোগদান করবেন, এই জল্পনা আরও জোরাল হল তাঁর এই পদক্ষেপে। সূত্রের খবর, রবিবার অমিত শাহর সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায় নাম লেখাবেন গেরুয়া শিবিরে।শুক্রবার দুপুর ১২টার কিছু পরে বিধানসভায় যান সদ্যপ্রাক্তন বনমন্ত্রী। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন। তবে তা এখনও গৃহীত হয়নি বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, রাজীবের ইস্তফাপত্র খুঁটিয়ে পড়ার পর স্পিকারের কোনও প্রশ্ন থাকলে, তাঁকে করবেন। প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলেই গৃহীত হবে তাঁর পদত্যাগ পত্র।

About The Author