জাতীয় মহিলা কুস্তি প্রতিযোগিতায় উত্তরের ৪

জলপাইগুড়ি: জাতীয় মহিলা কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে উত্তরবঙ্গের ৪ ছাত্রী। জলপাইগুড়ি জেলা রেসলিং অ্যাসোসিয়েশনে প্রশিক্ষণরত কুস্তিগীররা হলেন জলপাইগুড়ি জেলার গজলডোবা হাইস্কুলের রিঙ্কু শৈব্য, ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি গার্লস হাইস্কুলের মমতা মাঝি ও তার মাসতুতো বোন মামতা মাঝি এবং মাথাভাঙ্গা মহাবিদ্যালয়ের অপর্ণা বর্মন। রাজ্য কুস্তিতে এরা সকলেই সোনা জিতেছে। আসছে ৩০ ও ৩১ জানুয়ারি আগ্রায় ২৩তম মহিলা সিনিয়র জাতীয় কুস্তি প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করবে ওই ৪ ছাত্রী। ২৯ জানুয়ারি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে তারা। এদের মধ্যে কেউ কৃষক পরিবারের সদস্য, কারও বাবা দিনমজুরের কাজ করেন। কুস্তি করতে প্রোটিন যুক্ত খাবারের প্রয়োজন। কিন্তু অপর্ণাদের কাছে পুষ্টিযুক্ত খাবার যেন স্বপ্নের মত। তাদের অবস্থার কথা জানতে পেরে রবিবার বেলাকোবার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন লাভার্সের পক্ষ থেকে বিভিন্ন প্রোটিন জাতীয় খাবারের প্যাকেট তুলে দেন সংগঠনের সম্পাদক অশোক দাস। এর পাশাপাশি বেলাকোবার সমাজসেবী এবং ক্রিড়াপ্রেমী সুকুমার রায় সাহায্য করেন। কোচ আশিস শীল বলেন, কুস্তি অনুশীলন করতে প্রচুর প্রোটিনের প্রয়োজন হয়। তাদের আর্থিক অবস্থা সবল না হওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপযুক্ত ডায়েট মেনে চলা একরকম অসম্ভব। এক্ষেত্রে সরকারিভাবে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি।