রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং রাজগঞ্জের ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমির যৌথ উদ্যোগে করোনা আক্রান্তের পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হল। সোমবার থেকে এই কাজ শুরু হল। করোনা মোকাবিলায় এবং লকডাউনে অসহায় মানুষগুলির পাশে দাড়াতে আরও কিছু উদ্যোগ নেওয়া হবে আসছে কয়েকদিনের মধ্যেই।
ইস্টবেঙ্গল ক্লাবের উত্তরবঙ্গ লিয়াজোঁ ম্যানেজার সৌমিক মজুমদার ও রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক রণজিৎ মন্ডল যৌথভাবে জানান, আপাতত এলাকার করোনা আক্রান্ত পরিবারগুলির জন্য এই পরিষেবা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এলাকায় স্যানিটাইজেশন ও সরকারি আহ্বানে সাড়া দিয়ে অবিলম্বে যাতে একটি আইসোলেশন সেন্টার চালু করা যায় সেই চেষ্টাও চলছে।
সোমবার সকালে এই কর্মসূচীর সূচনা পর্বে হাজির ছিলেন সংস্থার সভাপতি দীপালি রায়, সহ সভাপতি সুবোধ গোস্বামী ছাড়াও বুবাই দাস, বিশ্বজিৎ দে, শম্ভু সাহা, মাধব সাহা, সঞ্জয় দাস প্রদীপ রায়, মনোজ মহাঃ, সানিটোপ্প প্রমুখ। এদিন দু’টি করোনা আক্রান্ত পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।