সাপ-জোঁকের সঙ্গে দিন কাটছে বিডিও অফিস লাগোয়া বাসিন্দাদের

রাজগঞ্জ: দু’দিনের টানা বৃষ্টিতে জল থই থই রাজগঞ্জ বিডিও অফিস সংলগ্ন এলাকা। জলের তলায় কয়েকটি বাড়ি। রান্না-খাওয়া বন্ধ, সাপ-জোঁকের উপদ্রব সঙ্গে করে চিড়েমুড়ি খেয়েই কোনওরকমে দিন কাটছে। বিডিও অফিসের সামনে জল নিকাশি কালভার্ট‌ বন্ধ রাখার জন্যই এলাকা জলমগ্ন, অভিযোগ বাসিন্দাদের। জলা জায়গায় বাড়ি বানালে জল তো জমবেই, বলছে প্রশাসন।

রাজগঞ্জ সুখানি অঞ্চলের তোতাইগছ এলাকায় বিডিও অফিসের পাশে গত কয়েক মাসে বিভিন্ন জায়গা থেকে এসে সেখানে বসতি গড়েছে কয়েকটি পরিবার। প্রতিবছর বৃষ্টির জল বিডিও অফিসের নিকাশি নালা দিয়ে বের হয়ে যায়। কিন্তু এবছর সেখানে কংক্রিটের নির্মাণ তৈরি করায় কালভার্টের মুখ ও নিকাশি নালা বন্ধ হয়ে গিয়েছে। তার জেরে বিডিও অফিসের পাশের এলাকা জলমগ্ন। সেখানে কয়েকটি বাড়িতে জল ঢুকে পড়েছে।

স্থানীয়দের একজন মহানন্দ পোদ্দার বলেন, বিডিও অফিসের নিকাশী নালা ছেড়ে দিলেই তারা জল যন্ত্রণা থেকে মুক্তি পান। জল ক্রমশ বিছানায় উঠে আসছে। সাপ-জোঁকের উপদ্রব শুরু হয়েছে। বিষয়টি বিডিও অফিস এবং গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে। এব্যাপারে সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা দত্ত ফোনে জানান, বিডিও অফিসের সামনে স্টল নির্মাণের কারণে নিকাশী নালা বন্ধ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, জলা জায়গায় বাড়ি করলে জলের সমস্যা তো হবেই।

About The Author