পঞ্চায়েত ভোটের আগে দলবদল অব্যাহত! রাজগঞ্জে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। এবার প্রায় ৬০০ ভোটার শাসক দলে নাম লেখালেন বলে দাবি তৃণমূলের। এই নিয়ে বিজেপির দাবি, তাঁরা তৃণমূলেরই লোক। কোনওকালে বিজেপি সমর্থক হয়ে থাকলে তৃণমূলের মত দলে কখনই যাবে না।
শনিবার রাজগঞ্জ ব্লকের পানিকাউরি গ্রাম পঞ্চায়েতের ঝাঞ্জুপাড়ায় ২৫০টি পরিবার ঘাসফুলে যোগদান করেছে। দলের তরফে একটি সভার আয়োজন করা হয়৷ সেখানেই তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জীর সহ দলীয় নেতাদের হাত ধরে বিজেপির কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগ দিলেন।
অরিন্দম ব্যানার্জি বলেন, ‘পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের পিএস ১২ ঝাঞ্জুপাড়া বুথে তৃণমূলের যোগদান সভা হল। সেখানে প্রায় ২৫০টি পরিবার অর্থাৎ ৬০০ থেকে ৬৫০ ভোটার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এর ফলে পানিকাউরি এলাকায় শাসক শিবিরের শক্তি বাড়ল।’ এই ব্যাপারে বিজেপির ব্লক সভাপতি নিতাই মণ্ডল বলেন, তাঁরা তৃণমূলেরই লোক। পানিকাউরি অঞ্চলে কেউ কোনওকালে বিজেপি সমর্থক হয়ে থাকলে তৃণমূলের মত দলে কখনই যাবে না। নিজেদের লোকেদের হাতেই ঝাণ্ডা ধরিয়েছে তৃণমূল। যদিও বিজেপির এমন দাবিকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল।