রাজগঞ্জের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মহারাজঘাটে হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। প্রায় রাতেই হাতির তান্ডব চলে ওই এলাকায়। রবিবার রাতেও একটি হাতি গ্রামে হানা দেয়। গ্রামবাসীরা মিলে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠাতে গেলে স্থানীয় বাসিন্দা হরি লাল দাসের মৃত্যু হয়। এই ঘটনার পর বনকর্মীরা ছুটে আসেননি বলে অভিযোগ। রবিবার রাতে হাতিটিকে তাড়াতে গিয়ে খানিকক্ষণের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। পরে তাকে মাঠের ওপর অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। ঘটনার খবর পেয়ে এলাকায় বন আধিকারী নিলা রাই এসে পৌঁছান তবে সংবাদমাধ্যমকে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি।