রাজগঞ্জের ঐতিহ্যবাহী ভদ্রেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন মাঝিয়ালী অঞ্চলের তৃণমূল প্রার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে মন্দির প্রাঙ্গণে একটি দলীয় বৈঠকে প্রার্থীদের পরিচয় পর্ব সারা হয়। দলের তরফে প্রত্যেককে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ঐতিহ্যবাহী শিব মন্দির এবং কালি মন্দিরে পুজো দেন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীরা।
এদিনের অনুষ্ঠানে ছিলেন রাজগঞ্জের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার থেকে প্রচার পর্ব শুরু হল। তাঁর কথায়, মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক শিবিরের গোঁড়া শক্ত রয়েছে। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের থেকেও এবারে ভালো ফলাফল করবে তৃণমূল। সেই ব্যাপারে আশাবাদী তিনি।
ওই অনুষ্ঠানে ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্মমোহন রায়, শ্রমিক নেতা তপন দে, অঞ্চল সভাপতি হেমন্ত রায় সহ অন্যান্য নেতাকর্মীরাও হাজির ছিলেন। অরিন্দম বন্দ্যোপাধ্যায় আরও জানান, এলাকায় প্রার্থীদের প্রচার সমর্থনে তারকা প্রার্থীদের আসার জন্য দলের কাছে আবেদন রাখা হয়েছে।