রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই গোটা ঘর

রাজগঞ্জ: রান্না করার সময় আচমকাই গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই রান্নাঘর। লাগোয়া শোয়ার ঘরে আগুন পৌঁছানোর আগেই নিজেদের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেললেন স্থানীয়রা। আর তার আধঘন্টা বাদে পৌঁছল দমকল! রাজগঞ্জের ফাটাপুকুরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা। তাদের বক্তব্য, এলাকায় দমকল কেন্দ্র থাকলে এতটা ক্ষয়ক্ষতির শঙ্কা থাকে না।

জানা গেল, রবিবার ফাটাপুকুর র‍্যাশন দোকান লাগোয়া অজয় দেবনাথের বাড়িতে অগ্নিকাণ্ডটি ঘটে। এদিন সকালে রান্না করছিলেন গৃহিণী সীমা দেবনাথ। আর সেই সময় নিচে রাখা গ্যাস সিলিন্ডার থেকে বেরনো পাইপ থেকে আচমকাই গ্যাস লিক করে আগুন ধরে যায় বলে দাবি তাদের। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে।

কাঠের তক্তা আর টিন দিয়ে তৈরি রান্নাঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। নষ্ট হয়েছে পাশের ঘরের কাপড়চোপড়। শোয়ার ঘর আর রান্না ঘরটির মাঝখানে একটি কাঠের জানালা ছিল। সেই জানলাটি পুড়ে ছাই হয়ে গেছে। খবর শুনেই আশেপাশের লোকেরা ছুটে এসে আগুন নেভাতে হাত লাগান।

স্থানীয় বাসিন্দা অমৃত মন্ডল বলেন, ভাগ্যিস সিলিন্ডারে আগুন পৌঁছায়নি। পাইপ থেকে গ্যাস লিক হচ্ছিল। দেরি হয়ে গেলে বিশাল বিস্ফোরণ ঘটতে পারত। দমকলে খবর দেয়া হয়েছিল কিন্তু তারা এসে পৌঁছাতে পৌঁছাতে আগুন ততক্ষণে নিয়ন্ত্রণে এনে ফেলেছেন স্থানীয়রাই। এই ঘটনার পর ফের একবার রাজগঞ্জ দমকল কেন্দ্রের দাবি উঠল।

About The Author